কেমব্রিজ:প্রতিবারের মতো এ বারের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের আয়োজনে সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গোৎসব৷ বাদ পড়েনি লন্ডন থেকে প্রায় ৬৪ মাইল দূরে, ইংলন্ডের পূর্বভাগে কেমব্রিজ শহর৷ পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়৷ বিপুল সমারোহে ‘মা’-কে বৱণ কৱে নেওয়ার আয়োজন চলছিল তখন থেকেই। গত তিন দিন, অর্থাৎ ২০,২১,২২ অক্টোবর সেখানে হল দুর্গাপুজো৷
Click here to watch the video
Comments